রংধনু সাংস্কৃতিক একাডেমি আয়োজিত বিজয়ের ৪৯ বছর উদযাপন উপলক্ষে ২৭ ডিসেম্বর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূইয়া।
তিনি বলেন, বন্দর শহীদ মিনারকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনর মধ্যে সবচেয়ে সুন্দর শহীদ মিনার হিসেবে উপহার দিতে চান বন্দরবাসীকে এবং শহীদ মিনারের সামনে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সাথে সাথে জানাজা পরানোর মত জায়গা ব্যবস্থা করা হবে।সেই সাথে বিভিন্ন দেশী এবং আন্তর্জাতিক অনুষ্ঠান যাতে হতে পারে সেই ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানটি উদ্ভোধন করেন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হান্নান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা সহ অন্যান্য মান্য ব্যক্তিগণ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রোকসানা সামিয়া। আলোচনা শেষে নৃত্য,সংগীত এবং সাব্বির আহম্মেদ সেন্টু পরিচালিত নাটক” রাজাকারের ফাঁসি”পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংধনু সংগীত একাডেমির সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু।