বন্দর থানা যুব সংহতি সভাপতি ফারুক হোসেনের উদ্যােগে পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুণ

আত্মা মানবতার সেবায় অসহায় দারিদ্র সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জাতীয় যুব সংহতি বন্দর থানা সভাপতি মো ফারুক হোসেন। 

গতকাল ১৪ জানুয়ারি শনিবার রাতে জাতীয়  যুব সংহতি বন্দর থানা সভাপতি  ফারুক হোসেনের উদ্যােগে নারায়ণগঞ্জ রেল স্টেশন সুবিদা বঞ্চিত  পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

তীব্র শীতে’  শীতের পোশাক পেয়ে রেল স্টেশনে থাকা সুবিধা বঞ্চিত শিশু রুবেল বলে আমাগো পোশাক আছে অনেকেই জামা কাপড় দেয়। কেউই খাওন দেয়না। একটা কম্বলও দেয়না কেউই। নতুন পোশাক পেয়ে আরিফা ভিশন খুশি আরিফা বলে স্যার সারাদিন ভিক্ষা করি আগের মতো ভিক্ষা কেউই দেয়না আজ রাইতে এখনো খাইনি পারলে একবেলা খাওয়ান।

শীতবস্ত্র বিতরণ কালে রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুর মোহাম্মদ বলেন পথশিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক কাজ তবে ওদের নিয়মিত খাবার খাওয়াতে পারলে আমুল পরিবর্তন আসতে পারে আল্লাহ নিশ্চয়ই উত্তম কিছু দান করবেন ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুণ