নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজিকান্দা থেকে কলাগাছিয়া পর্যন্ত পুরনো সড়কটি বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে ফরাজীকান্দা চৌরাস্তা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এ সড়ক দিয়ে অন্তত ২৫ টি গ্রামের মানুষ, উপজেলা পরিষদ, এসিল্যান্ড অফিস সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। শীতলক্ষ্যা সেতু নির্মাণের জন্য এ সড়ক বন্ধ করার কোন প্রয়োজন নেই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তা আক্তার, ইব্রাহীম কাশেম, সাহাদাত হোসেন সহ অনেকে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী।
