বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাষান্ড পুত্রের লাঠির আঘাতে জন্মদাতা পিতা মিরাজুল (৫২) রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী আহত পিতাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকায়। এ ব্যাপারে আহত দিনমজুর পিতা বাদী হয়ে বখাটে পুত্র রবিনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত মিরাজুল গনমাধ্যমকে জাানান, মঙ্গলবার ভোরে আমি ও আমার স্ত্রী জীবিকার তাগিদে রুপগঞ্জ থানার ভূলতা গাউছিয়া মার্কেটে যাই। পরে সেখান থেকে কেনাকেটা করে বেলা সাড়ে ১১টায় নিজবাড়িতে আসি।
পরে আমার স্ত্রী আমার কাছে টাকা চায় । টাকা চাওয়া নিয়ে আমার স্ত্রীর সাথে আমার র্তকবির্তক হয়। এ ঘটনার জের ধরে আমার বখাটে পুত্র রবিন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে এলাপাথারী ভাবে আমাকে পিটিয়ে রক্তাক্ত ভাবে জখম করে।
পরে আমি চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আমি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।