নারায়ণগঞ্জের বন্দরের একটি ধর্ষণ মামলার আসামি বাদীপক্ষের লোকজনের গণপিটুনিতে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে৷
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম রকি (২২)৷ গত ১৯ মার্চ বন্দর থানায় এক তরুণীর করা ধর্ষণ মামলার দুই নম্বর আসামি ছিল সে৷ গত ২২ মার্চ সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় তাকে ধরে পিটুনি দেয় বাদীপক্ষের লোকজন৷

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় রকিকে৷ সেখান থেক বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷ সেখানেও পরিস্থিতি খারাপ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে সকালে মারা যায় সে৷
এদিকে এ ঘটনায় শহীদুল (২১) ও সাইফুল (১৯) নামে দুইজনকে আটক করেছে বন্দর থানা পুলিশ৷
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গত ২২ মার্চ সন্ধ্যায় আসামিকে ধরতে গেলে চিটাগাং রোড এলাকায় মারধরের ঘটনা ঘটে৷ সকালে আহত রকি মারা যায়৷ এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে৷
