বন্দরে চাকুরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করেছে অজ্ঞাত ব্যাক্তি। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত মদনপুরে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরে গৃহবধুর স্বামী এসে ৯৯৯ ফোন দিয়ে পুলিশ খবর দেয়।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার মদনপুর এলাকায় এই ঘটনা ঘটে।
বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজ উদ দৌলা বলেন, জরুরী সেবা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিক অবস্থায় জানতে পারি, ভিকটিম একটি গার্মেন্টসে চাকরি করতো। অভিযুক্ত অজ্ঞাত ব্যাক্তি তাকে ভালো বেতনে চাকরি দিবে বলে, চাকরিরত গার্মেন্টস থেকে ৪০-৫০ মিটার দূরে একটি পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আটকিয়ে রেথে একাধিকবার ধর্ষণ করে। পরে বিকালে তাকে বাড়ী ফিরে যেতে বলে এবং পরবর্তীতে যোগাযোগ রাখার কথা বলে পালিয়ে যায়। পরে সেই ভুক্তভোগী নারী তার স্বামী ফোন করে নিয়ে আসে, তার স্বামী ৯৯৯ ফোন করলে আমরা ঘটনাস্থলে পৌছাই। এই ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ