বন্দর উপজেলার মুছাপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হয়েছে। সমগ্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ১২৫৩ জন নারী-পুরুষের মাঝে এ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১০ ফেব্রুয়ারী ) সকালে মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন (মাকসুদ)।
বন্দর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কাদির সহ অত্র অফিসের সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক তত্বাবধানে ও চেয়ারম্যান মাকসুদ হোসেনের দিক নির্দেশনা মোতাবেক অত্র ইউনিয়ন পরিষদের সাথে সম্পৃক্তদের সহায়তায় সারিবদ্ধভাবে সকল ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
এসময় ৩নং ওয়ার্ড মেম্বার সোহেল রানা, ৪নং ওয়ার্ড মেম্বার খলিল প্রধান, ৬নং ওয়ার্ড মেম্বার মনোয়ার হোসেন, সমাজসেবক তাওলাদ হোসেন ও ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ