নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে’র মদনগঞ্জ ছৈয়ালবাড়ী ঘাট হইতে মাহমুদ নগর পর্যন্ত খাল খননের কাজ পূনরায় শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই এ খাল-খনন কাজ শুরু হয়েছে। এর পূর্বে বর্ষামৌসুম ও করোনা ভাইরাসের প্রকোপের কারনে খাল খনন দীর্ঘদিন কাজ বন্ধ ছিলো।
নাসিক মেয়র ডা, সেলিনা হায়াত আইভী ৩য় মেয়াদে নির্বাচিত হয়ে শপথের পর পরই সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে খাল খননের কাজ পূনরায় শুরু করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ প্রদান করেন। মেয়রের নির্দেশনায় খাল খননের কাজ তদারকি করছেন স্থানীয় রিয়াদ,তুহিন,আক্তার সরদার,মোরশেদ ও সজীব।