বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ।

আজ মঙ্গলবার (১ আগস্ট) সকালে নব গঠিত মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি এ শ্রদ্ধা জানান।

সকালে সংঠনের পক্ষ থেকে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট এবং সাধারণ সম্পাদক রাসেল প্রধানের নেতৃত্বে মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে তারা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির সহ-সভাপতি আনারুল হক, অনাবিল দাশ নির্ঝর, যুগ্ম-সাধারণ সম্পাদক সিমান্ত মল্লিক ও সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ান।

উল্লেখ্য সোমবার (৩১ জুলাই) আগামী এক বছরের জন্য ৬ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এই কমিটি অনুমোদন দেন।

নিউজটি শেয়ার করুণ