জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ।
আজ মঙ্গলবার (১ আগস্ট) সকালে নব গঠিত মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি এ শ্রদ্ধা জানান।
সকালে সংঠনের পক্ষ থেকে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট এবং সাধারণ সম্পাদক রাসেল প্রধানের নেতৃত্বে মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে তারা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির সহ-সভাপতি আনারুল হক, অনাবিল দাশ নির্ঝর, যুগ্ম-সাধারণ সম্পাদক সিমান্ত মল্লিক ও সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ান।
উল্লেখ্য সোমবার (৩১ জুলাই) আগামী এক বছরের জন্য ৬ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এই কমিটি অনুমোদন দেন।