সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন নদী থেকে নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।
এবিষয়ে বক্তাবলী নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ নান্নু মিয়া জানান, নিহত কিশোরের বয়স ১৫ থেকে ১৬ হবে। তার পরেন একটি হাফ প্যান্ট। দুপুর বারোটার দিকে নিহত কিশোরের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়দের নিকট থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করা হয়। লাশের অবস্থা দেখে আপাতত মনে হচ্ছে ৪ থেকে ৫ দিন পূর্বের।
শরীরে কোন আঘাতের চিহ্ন রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লাশটি ফুলে যাওয়ায় তেমন কিছু বলা যচ্ছেনা। ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। নিহতের নাম পরিচয় সনাক্তের চেস্টা করছে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে বলেও তিনি জানান।