বক্তাবলীতে পুর্ব শত্রুতার জের ধরে যুবকে প্রান নাশের হুমকি

শেয়ার করুণ

ফতুল্লার বক্তাবলী লক্ষীনগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে যুবকে হত্যার উদ্দেশ্যে আক্রমন ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের। ফতুল্লা বক্তাবলী লক্ষীনগর এলাকার বাহাদুর মীরের ছেলে রাসেল মীর (৪০) বাদী হয়ে ৮জনের নাম ও ৭/৮ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে অভিযোগটি দায়ের করেন, বিবাদীরা হলেন বক্তাবলী রাজাপুর গ্রামের আফতাব উদ্দীন মোল্লার ছেলে মোঃ জাহাঙ্গীর( ৩৯) মোঃ আলমগীর হোসেন( ৩৮) শাহ জালালের ছেলে ইমরান (২৯) হাফিজ উদ্দিনের ছেলে ( আবু তাহের (৩৭) নুর ইসলামের সাইফুল(২৮) মুসলিম মুন্সির ছেলে রোমান (৩১) সুলতানের ছেলে জুয়েল ৩৮) মৃত হাসেমের ছেলে রাসেল(২৮)অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীদিদের সাথে আমার পিতার দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে বসছিল।

তারই ধারাবাহিকতায় গত ২৮/১২/২০২২ ইং তারিখ সকালে উক্ত বিবাদীরা যোগসাজস করে আমাদের পৈত্রিক সম্পত্তিতে অবৈধ ভাবে সাইন বোর্ড লাগানোর চেষ্টা করে। আমদের সম্পত্তিতে সাইনবোর্ড লাগানোর খবর পেয়ে বাড়িতে যাওয়ার সময় বক্তাবলী গুদারা ঘাট এলাকায় আসতেই পুর্ব পরিকল্পনামতো বিবাদীরা আমার উপর হামলা করে আমাকে দেশীয় অস্ত্রদিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে।

আমি নারায়ণগঞ্জ ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। বিবাদীরা আমার উপর শারীরিকভাবে আঘাত করে ক্ষান্ত হয়নি বর্তমানে আমাকে এবং আমার পরিবারকে হত্যার হুমকি অব্যাহত রেখেছে। বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। প্রশাসনের নিকট আমার আবেদন বিষয়টি বিবেচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক।

নিউজটি শেয়ার করুণ