ফেসবুক ফ্রেন্ডের অশ্লীল ভিডিও ভাইরাল করার হুমকি,চাষাড়া থেকে যুবক গ্রেফতার

শেয়ার করুণ

মোটা অংকের টাকা দাবি করে নারীর অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী আশিক দেওয়ান ওরফে আদনানকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আশিক দেওয়ান ওরফে আদনান গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন মৌচাক ভান্ডারা এলাকার আজাদ দেওয়ানের ছেলে। সে বর্তমানে ফতুল্লা মডেল থানাধীন পিলকুনি পাঁচতলা উকিল বাড়ির মোড়ের একটি বাড়িতে ভাড়া থাকতো।

বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১ এর উপ-পরিচালক ও স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভিকটিম এবং আসামীর সঙ্গে ফেসবুকে বন্ধুত্বের সম্পর্ক হয়। আসামী ভিকটিমের সরলতার সুযোগ নিয়ে টাকা দাবির উদ্দেশ্যে অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত আসামীকে গ্রেফতারের জন্য র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর ফতুল্লার উত্তর চাষাঢ়া এলাকা থেকে আসামী আশিক দেওয়ান ওরফে আদনানকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুণ