ফিফার টুইটে বাংলাদেশের ব্রাজিল–ভক্তদের বন্দনা

শেয়ার করুণ

মরুর বুকে ফুটবল বিশ্বকাপ এবার ভিন্ন উন্মাদনার রূপ নিয়েছে। প্রিয় দলের সমর্থনে মেতেছেন ফুটবলপ্রেমীরা। আর সেই উন্মাদনায় সমর্থকদের আনন্দ আরও বাড়াচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

কয়েকদিন আগেই মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচে বাংলাদেশি সমর্থকদের মেসির গোল উদযাপনের একটি ভিডিও টুইট করে সংস্থাটি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ওই ভিডিওতে লেখা হয়, এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করছেন।

এবার ফিফা ব্রাজিল সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের ছবিতে টুইট করেছে। এতে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ চলাকালীন মুহূর্তের ছবিগুলো পোস্ট করা হয়।

এতে দেখা যায়, হাজারো মানুষ এক জায়গায় বসে বড় পর্দায় ম্যাচ দেখছে। দলের বিজয় উদযাপনে মেতেছেন তারা।

এতে ফিফা লিখেছে, ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এভাবে একত্রিত করতে পারে না।

নিউজটি শেয়ার করুণ