প্রশাসনের কঠোর নির্দেশনা থাকা সত্বেও নিজেদের ইচ্ছামতো টোল আদায় করছে ফতুল্লা হাট কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২৭ জুন) ফতুল্লা হাটে গিয়ে দেখা যায় শেষ মুহুর্তে জমে উঠেছে পশু বেচাকেনা। ক্রেতা বিক্রেতার দরকষাকষিতে আনন্দ মুখর পরিবেশে বেচা বিক্রি হলেও বিপত্তি বাধে হাসিল দিতে গিয়ে। সরকার নির্ধারিত ৫% হারে হাসিল আদায়ের কথা থাকলেও হাট কর্তৃপক্ষ তা আদায় করতে নারাজ। তারা ৬% হারে হাসিল আদায়ে বাধ্য করছে ক্রেতাদের।

কেউ দিতে না চাইলে তার সাথে হাট কর্তৃপক্ষ বাজে আচরন করছে। প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা স্বত্বেও হাট কর্তৃপক্ষের দিনে দুপুরে ডাকাতির ঘটনায় হতাশ ক্রেতা সাধারণ। তারা হাট কর্তৃপক্ষের এই স্বেচ্ছাচারী আচরন নিয়ন্ত্রনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।