ফতুল্লা স্টেডিয়াম সংস্কারের দায়িত্ব নিল বিসিবি, টার্গেট আগামী মৌসুম

শেয়ার করুণ

বাংলাদেশ ক্রিকেটের অনেক রেকর্ডের সাক্ষী ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম। দীর্ঘদিন ধরে এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। যার অন্যতম কারণ এই স্টেডিয়ামের বেহাল দশা। মাঠের তত্ত্ববধানের দায়িত্ব মূলত জাতীয় ক্রীড়া পরিষদের। কিন্তু দীর্ঘদিনেও সংস্কারের কাজ না হওয়ায় এবার ফতুল্লা স্টেডিয়াম ঠিক করার দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

সোমবার বিসিবি পরিচালকদের সঙ্গে এক বৈঠকের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাঠ ঠিক করার বিষয়টি জানিয়েছেন। পাপন বলেন, ‘খেলার উপযোগী করার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি। সিদ্ধান্ত নিয়েছি আমরাই করে ফেলবো। মাটি ফেলে উঁচু করে যেন খেলা যায়। পরের মৌসুমগুলোতে যেন খেলতে পারি। এখন খেলছি, কিন্তু পরিবেশ এত ভালো না। আমরা চেষ্টা করছি মাঠগুলো খেলার উপযোগী করা যায় কিনা।’

নিউজটি শেয়ার করুণ