পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ১৫০ টি অসহায় পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরন করেছে ফতুল্লা থানা খেলাফত মজলিস।
আজ শুক্রবার (৮ এপ্রিল) সকাল নয়টায় খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার আওতাধীন ফতুল্লা থানা শাখার উদ্যোগে অভাবগ্রস্থ ১৫০ টি পরিবারে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান এর সভাপতিত্বে জেলা মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন।
ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনিম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানা সহ-সভাপতি আব্দুল করীম মিন্টু, কামাল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইদুর রহমান, আবু কাউসার সরকার, বায়তুলমাল সম্পাদক ফজলুর রহমান, প্রচার সম্পাদক ও কাশীপুর ইউনিয়ন সভাপতি আসিফ ইকবাল, এনায়েতনগর ইউনিয়ন পশ্চিম সভাপতি মুফতী সালীম আহমাদ, প্রমুখ।