ফতুল্লায় স্বামী ও স্ত্রীর বাড়ির দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক বিরোধে স্বামী ও স্ত্রীর বাড়ির দুপক্ষের সংঘর্ষে কাঞ্চন বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে ফতুল্লার উত্তর ইসদাইর এলাকায় হাসেম মিয়ার ভাড়াটিয়া বাসায় এঘটনা ঘটে।

নিহত কাঞ্চন বিবি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর পোকাড়ঢাল গ্রামের লাল মিয়ার স্ত্রী।

কাঞ্চন বিবির মেয়ে সালমা বেগম জানান, তার মেয়ে বৃষ্টিকে (২২) কুমিল্লার মুরাদনগর এলাকার শাহীন মিয়ার ছেলে ইব্রাহীম (২৮) দুই বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়া বিবাধ লেগেই রয়েছে। দুপুর ১২টায় ইব্রাহীম ঘর ভাড়া না দিয়ে ৬ মাসের সন্তানসহ বৃষ্টিকে হাসেম মিয়ার ভাড়াটিয়া বাসায় রেখে কাপড় চোপড় নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। বিষয়টি ইব্রাহীম তার মা ও তিন খালাকে জানান।

এরপর ইব্রাহীমের মা বাবা ও তিন খালা এসে বৃষ্টিকে মারধর করার চেষ্টা করলে বৃষ্টির নানি কাঞ্চন বিবিসহ পরিবারের অন্যান্য লোকজন এগিয়ে এসে প্রতিবাদ করেন। এসময় দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। তখন কাঞ্চন বিবি অজ্ঞান হয়ে পড়লে তাকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক কাঞ্চন বিবিকে মৃত ঘোষণা করেন।

বৃষ্টির স্বামী ইব্রাহীম জানান, সে তার বাবা মা ও খালাদের ডেকে এনেছে তাদের স্বামী স্ত্রীর বিরোধ মীমাংসা করতে। তাঁরা ভাড়াটিয়া বাসায় আসায় তার শাশুড়ি সালমা বেগম, নানি শাশুড়ি কাঞ্চন বিবি ও বৃষ্টিসহ তাদের পরিবারের অন্যান্য লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুণ