জেলার ফতুল্লায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাদের দাবি গ্রেপ্তারকৃত মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। রবিবার (২৮ মে) ফতুল্লা পশ্চিম নয়ামাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. নাসির (৪৮)। সে মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্যম মহাকালি এলাকার মো. সুরল হক মাল’র ছেলে।
র্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ একটি আভিযানিক দল ফতুল্লা পশ্চিম নয়ামাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. নাসিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।