ফতুল্লায় শিশু ধর্ষনের অভিযোগে বাক প্রতিবন্ধী গ্রেপ্তার

শেয়ার করুণ

সদর উপজেলার ফতুল্লায় তিন বছরের শিশু কে ধর্ষনের অভিযোগে আশরাফুল আলম (২৫) নামের বাক প্রতিবন্ধী এক যুবক কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক ফতুল্লা মডেল থানার চানমারী সেকশন বাড়ী শাহ আলমের বাড়ীর ভাড়াটিয়া মৃত মকবুল হোসেনের পুত্র।

আজ সোমবার (৮ মে) সকালে তাকে চানমারী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে নির্যাতিত ঐ শিশুটির মা বাদী হয়ে ধর্ষনের অভিযোগ এনে বাক প্রতিবন্ধী আশরাফুল আলম কে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন করেন।

মামলায় উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত বাক প্রতিবন্ধী যুবক আশরাফুল আলম ও বাদীর পরিবার একই বাড়ীতে পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। গ্রেপ্তারকৃত আশরাফুল ও বাদী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বোন।

স্বামীর সাথে বনিবনা না হওয়ায় গত ১ বছর ধরে বাদী তার তিন সন্তান কে নিয়ে বর্তমান ঠিকানার বাসায় ভাড়ায় বসবাস করে আসছে। সে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করে। রোবাবার দুপুরের খাবার খেয়ে বেলা সাড়ে তিনটার দিকে পাশের রুমের এক মহিলার সাথে কথা বলছিলেন।

সে সময় তার তিন বছর বয়সী শিশু মেয়েটি ঘরের সামনে খেলা করছিলো। কিছুক্ষন পর মেয়েটির কান্নার চিৎকার শুনতে পেয়ে বের হয়ে দেখেন গ্রেপ্তারকৃত আশরাফুল আলমের ঘরের দরজা বন্ধ এবং ভিতর থেকে মেয়ের কান্নার আওয়াজ আসছে।

সে তখন দরজায় দাড়িয়ে ডাকাডাকি করলে বাক প্রতিবন্ধী আশরাফুল দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় বাদী ঘরের ভিতর গিয়ে তার মেয়েকে রক্তাক্তবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাদীর মেয়ে তখন তাকে বলে যে তাকে ধর্ষণ করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির জানায়, মামলা হয়েছে। মামলার অভিযুক্ত আসমী বাক প্রতিবন্ধী আশরাফুল কে সোমবার সকাল ১১ টার দিকে চানমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুণ