ফতুল্লায় শাওনের উদ্যোগে প্রয়াত আঃলীগের নেতাকর্মীদের স্মরণে ইফতার মাহফিল ও দোয়া

শেয়ার করুণ

জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ শামীম ওসমানের দীর্ঘায়ু কামনা এবং ফতুল্লার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১১ এপ্রিল বাদ মাগরিব ফতুল্লার রেইনবো ডাইং এলাকায় যুবলীগ নেতা সৈয়দ মোঃ শাওনের উদ্যোগে আল জামিয়াতুল ইসলামিয়া দায়েমীয়া কওমী মাদরাসায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের ১নং সদস্য আবু মোঃ শরীফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ কাজল চৌধুরী, ফতুল্লা বৃহত্তর ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোঃ মেহেদী হাসান শাহীন, যুবলীগ নেতা আজিজুর রহমান তমাল, মোঃ রাসেল, সৈয়দ মোঃ মুন্না, মোঃ সজল বিন ইবু ও তামিম প্রমুখ।

দোয়া পরিচালনা করেন, আল জামিয়াতুল ইসলামিয়া দায়েমীয়া কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ মাওঃ কামাল উদ্দিন দায়েমী। দোয়া ও ইফতার মাহফিলে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ শামীম ওসমানের দীর্ঘায়ু কামনা এবং ফতুল্লার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুণ