ফতুল্লায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, গ্রেপ্তার স্বামী

শেয়ার করুণ

জেলার ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মাদক ব্যবসায়ি স্বামী আবুল বাশার রবিন (৪০) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে পাগলা রসুলপুরস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

নির্যাতনের শিকার রবিনের স্ত্রী সুরাইয়া (২৬) বলেন, দুই বছর পূর্বে তার সাথে রবিন এর বিয়ে হয়। বিয়ের পর তার নিকট থেকে স্বামী ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে শারিরীক এবং মানসিকভাবে নির্যাতন করতো। সংসার জীবনের কথা ভেবে সে নির্যাতন সহ্য করে আসছিলো। তাছাড়া তার স্বামী একজন মাদক ব্যবসায়ী।মাদক ব্যবসা করার জন্য তাকে প্রস্তাব ও দিতো। সে অনীহা প্রকাশ করায় তাকে প্রায় মারধর করতো। তাদের সংসার জীবনে ১১ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। সর্বশেষ ১২ ডিসেম্বর বিকেলে বাসায় এসে যৌতুকের দাবীতে তাকে পুনরায় মারধর করে শিশু বাচ্চাটিকে রেখে তাকে বাসা থেকে বের করে দেয়।

এ বিষয় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিয়াজুল হক দিপু বলেন স্ত্রীর দায়ের করা মামলায় রবিনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুণ