ফতুল্লায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শেয়ার করুণ

জেলার ফতুল্লায় নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এর আগে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শ্রমিকের নাম মো. ইব্রাহীম হাওলাদার (৩০)। সে বরিশালের মুলাদী থানার রামারপুর গ্রামের মকবুল হাওলাদারের ছেলে। বর্তমানে রাজধানীর জুরাইন কমিশনার মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

নিহত ব্যক্তির ভাই খোকন হাওলাদার জানান, তার ভাই পেশায় রডমিস্ত্রির কাজ করতেন। দুপুরে দিকে পাগলা রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুণ