নারায়ণগঞ্জের ফতুল্লায় সামাজিক ও মানবিক সংগঠন বিস্ময় ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
১লা জুলাই শনিবার সকালে ধর্মগন্জের চটলারমাঠ এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এলাকাবাসীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরন করে বিস্ময় ফাউন্ডেশন।
আলোচনা সভার প্রধান অতিথি এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, মুরুব্বি, সামাজিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ২০২০ সালে প্রতিষ্ঠিত বিস্ময় ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যাবলীর প্রশংসা করে বক্তব্য রাখেন। সংগঠনটির সভাপতি ইন্জিনিয়ার মোঃ ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মেজবাউল হক মারুফের সন্চালনায় বিস্ময় ফাউন্ডেশনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসীসহ কয়েকশো মানুষ সভায় অংশ নেন। পরিবেশবান্ধব এই কর্মসূচি চলবে ৩রা জুলাই পর্যন্ত- এমনটাই জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে রাস্তার পাশে ও স্থানীয় কবরস্থানে বৃক্ষরোপন করার পাশাপাশি এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরন করে সংগঠনটির সদস্যরা।