ফতুল্লায় বিএনপির হ-য-ব-র-ল অবস্থা

শেয়ার করুণ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি। কেন্দ্রে নির্দেশনা থাকলেও বিক্ষিপ্তভাবে এই প্রতিবাদ সমাবেশ করেছে এক যুগেরও বেশী সময় ক্ষমতার বাহিরে থাকা দলটি।

আজ শুক্রবার সকালে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম টিটু ও থানা বিএনপির সদস্য রিয়াদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন ব্যতীত বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিরা। এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির বিগত কমিটির সভাপতি মনিরুল ইসলাম সহ অন্যান্যরা।

সকালের পর দুপুরে ফতুল্লা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে হয় আরেক সমাবেশ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব মামুন মাহমুদ। সমাবেশকে ঘিরে দেখা গেছে চরম বিশৃঙ্খলা। আহবায়ক ও সদস্য সচিবের আলাদা আলাদা শোডাউন নিশ্চিতভাবে দলের দুর্বলতারই প্রকাশ। এছাড়া দুপুরের সমাবেশে যার যার মত করে সমাবেশ করতে দেখা গেছে। জেলা যুবদলের আহবায়ক খোকন ও সদস্য সচিব রনিকেও দেখা গেছে আলাদাভাবে শোডাউন করতে।

নেতাদের এমন বিভক্তিতে হতাশ তৃনমুলের নেতা কর্মীরা। তাদের অভিযোগ “কতিপয় ব্যক্তির পদ পদবীর লোভ লালসায় আজ বিএনপির এই দুর্দশা। আজ যেখানে দলের ঐক্যবদ্ধ একটি প্রতিবাদের দরকার ছিল, সেখানে এরকম বিক্ষিপ্ত সমাবেশ সত্যিই দলের কর্মী হিসেবে আমাদের জন্য লজ্জার।”

নিউজটি শেয়ার করুণ