জেলার ফতুল্লায় একটি পোশাক কারখানায় হযরত আদম (আ.) ও বিবি হাওয়ার (র.) ব্যঙ্গচিত্র প্রিন্ট করার ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন এসরোটেক্স গার্মেন্টসের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন।
গতকাল রোববার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিনের আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও অ্যাডভোকেট এসএম জাহাঙ্গীর আলম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হারুনুর রশিদ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
প্রসঙ্গত, হযরত আদম (আ.) ও বিবি হাওয়ার (র.) এর ছবি ব্যঙ্গচিত্র করা আপত্তিকর ৪ হাজার পিস টি-শার্টের অর্ডার পায় এসরোটেক্স গার্মেন্টস। এতে তারা ছবিসহ ১৭৫০ পিস টি-শার্ট তৈরি করে। এসব টি-শার্ট মানহানিকর মনে হওয়ায় মালিকপক্ষের কাছে আপত্তি জানায় শ্রমিকরা।
এরপরও গত ৩১ মে মালিকপক্ষ শ্রমিকদের আপত্তি আমলে না নিয়ে অর্ডারের বাকি কাজ শেষ করার নির্দেশ দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় এবং বিক্ষোভ শুরু করে। ক্ষুব্ধ শ্রমিকরা ব্যাপক ভাঙচুর চালায় ওই কারখানায়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মালিকপক্ষের লোকজন আপত্তিকর ছবি টি-শার্টে প্রিন্ট করায় ভুল স্বীকার করেন। এ ঘটনায় গত ১ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।