ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭মার্চ) সকালে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তরুণীর নাম শ্রাবন্তী (১৮)। সে নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দ শ্রী গ্রামের মোঃ আলম হোসেনের মেয়ে। পরিবারের সাথে দাপা ইদ্রাকপুর শারজাহান রোলিং মিলস্ সংলগ্ন রেজাউল করিমের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো তরুনী।
নিহত তরুনীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ সাহা জানায়, নিহত তরুণী স্থানীয় একটি গার্মেন্টস চাকুরি করতো। রাতের খাবার খেয়ে নিজ ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরে সকাল আটটার দিকে নিহতের পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখতে পায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাসঁ লাগানো ঝুলন্ত দেহ।
পরে সংবাদ পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।