ফতুল্লায় ডেকে নিয়ে বন্ধুকে খুনের অভিযোগ

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের চানমারী এলাকায় এক যুবককে ডেকে নিয়ে খুন করার অভিযোগ উঠেছে তারই বন্ধুর বিরুদ্ধে।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে ওই এলাকার দাউদ মিয়ার ছেলে শরিফের রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ফতুল্লার গাবতলী এলাকার আব্দুল সামাদের ছেলে মানিক (২৮)।

আকবর নামে মানিকের এক বন্ধু জানান, আমাদের এক বন্ধুর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এ কারণে ওর বাচ্চাকে দেখতে দেয় না। সেটা সমাধান করার জন্য শরিফ নামের আরেক বন্ধু মানিককে ডেকে নেয়। এ সময় মানিক আমাদের রেখেই সেখানে যায়। কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেলেও মানিক ফিরে না আসায় আমরা গ্যারেজে যাই। পরে সেখানে গিয়ে দেখি মানিককে কুপিয়ে ফেলে রেখেছে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, সোমবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুণ