নারায়ণগঞ্জের ফতুল্লায় রেলে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
নিহতের পড়নে ছিল গোলাপি রংয়ের সেলোয়ার কামিজ।
আজ সোমবার (২৮ আগস্ট) সকাল পৌনে ১১টায় ঢাকাগামী ট্রেনে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এঘটনা ঘটে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের আইসি নূর মোহাম্মদ জানান, নিহত নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।