ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

শেয়ার করুণ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফতুল্লার বটতলা এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রেলপুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ রেল ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেনের ছাদে অবস্থান করছিলো সেই যুবক।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে ভবঘুরে। লোকজনের কাছ থেকে জানতে পেরেছি নিহত যুবক ট্রেনের ছাদে লাফালাফি করে চলন্ত ট্রেনের নীচে পরে যায়। এ সময় তাঁর হাত, পা সহ শরীর কয়েক টুকরা হয়ে যায়। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুণ