নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি সাগর সিদ্দিকী ও সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জাহিদকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে তাঁদের ফতুল্লার নিজ নিজ বাসা থেকে আটক করা হয়। বিএনপি নেতারা ও ওই ব্যক্তিদের স্বজনরা এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া অভিযোগ করেন, ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশ সামনে রেখেই অকারণে ছাত্রদলের সহসভাপতি সাগরকে আটক করা হয়েছে। তাঁর ওই সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল। তা বাধাগ্রস্ত করে অন্য নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতেই পুলিশ এভাবে আটক করেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জাহিদকে ও জেলা ছাত্রদলের সহসভাপতি সাগরের বিরুদ্ধে কোনো মামলা নেই। তবু তাদের বাড়ি থেকে আটক করেছে পুলিশ। ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশ বাধাগ্রস্ত করতেই পুলিশ এ কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম খান বলেন, দুইজনকে রাতে আটক করা হয়। বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আছেন তাঁরা।