ফতুল্লায় কৃষক দলের লিফলেট বিতরণ

শেয়ার করুণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১০ দফা দাবিতে ৪ ফেব্রুয়ারী শনিবার ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে ৩ ফেব্রুয়ারী শুক্রবার সকালে ফতুল্লা তক্কার মাঠ এলাকায় ফতুল্লা থানা কৃষক দলের উদ্যোগে সাধারণ জনগনের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক মোঃ শাহ আলম পাটোয়ারী ও সদস্য সচিব মোঃ রয়েল চৌধুরীর সার্বিক তত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল খালেক টিপু, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন আবদুল কুদ্দুছ, মামুন গাজী, আলী হোসেন প্রধান, মো. মোস্তাক, আল আমিন, আহম্মদ, মো. ফারুক, মো. মাসুদ, মো.কামাল, মোঃ কামাল, রিপন,আক্তার, এজাজ আহম্মেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন – নিপিড়ন ও নির্যাতনের বিরুদ্ধ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে, বিরোধী দলের নেতা কর্মীদের মুক্তি এবং জনগনের স্বার্থে বিদুৎ গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ বিএনপির দশ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারী ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে সবাইকে ঞক্যবদ্ধ ভাবে যোগদানের মাধ্যমে সফল করতে হবে।

নিউজটি শেয়ার করুণ