ফতুল্লায় কিশোরী মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

শেয়ার করুণ

ফতুল্লার পাগলা এলাকায় নিজের কিশোরী মেয়েকে (১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রুবেল (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২৭ আগস্ট) ভোরে তাকে ফতুল্লা মডেল থানার পাগলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গ্রেফতারকৃতের কিশোরী মেয়ে বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মো. রুবেলকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সালেহা আক্তার তুহিন।

মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী কিশোরী মেয়েটি (বাদী) জন্মের ১ বছর পর তার বাবা-মায়ের তালাক হয়। তখন থেকে বাদী নোয়াখালীতে তার নানা-নানির বাসায় বসবাস করে আসছিল। অপরদিকে গ্রেফতারকৃত রুবেল অন্য এক নারীকে বিয়ে করে ফতুল্লায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। রুবেল পাগলা-মুন্সিখোলায় ট্রাক ভাড়ার ব্রোকার হিসেবে এবং সৎ মা একটি গার্মেন্টসে কাজ করে আসছিল। চলতি বছরের এপ্রিল মাসে গ্রেফতারকৃত রুবেল নানা-নানির বাড়ি থেকে ভুক্তভোগী কিশোরী মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসে। চলতি মাসের ৪ তারিখ সকাল আটটার দিকে ভুক্তভোগী কিশোরীর বাবা ও সৎ মা নিজ নিজ কাজে চলে যায়। দুপুর ২টার দিকে বাবা বাসায় খেতে আসে। বিকেল চারটার দিকে কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভুক্তভোগী কিশোরী চিৎকার করে ছুটে গিয়ে তার সৎ মায়ের বোনের নিকট আশ্রয় নিয়ে সকল ঘটনা খুলে বলে। পরে তার সহোযোগিতায় ভুক্তভোগী কিশোরী মেয়ে নোয়াখালী গ্রামের বাড়িতে চলে গিয়ে আত্মীয়-স্বজনদের অবগত করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া জানান, মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়ছে।

নিউজটি শেয়ার করুণ