ফতুল্লায় কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড, ব্যপক ক্ষয়ক্ষতির আশংকা

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাপড়ের গোডাউনে বিদ্যুতের তার ছিড়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে কাপড় ও গোডাউনের ভবন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেছে।

আজ রোববার সকাল ৯টায় ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় মজিবুর মাস্টার গার্মেন্টস হুশিয়ারী গোডাউনে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, ধারনা করা হচ্ছে বিদ্যুতের তার ছিড়ে গোডাউনের চালে পড়ে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলের আশপাশে পানি না থাকায় দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে দুই ঘন্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রনে আনার। আগুনে কাপড় ও গোডাউন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির পরিমান জানানো হবে।

নিউজটি শেয়ার করুণ