জেলার সদর উপজেলার ফতুল্লায় অনার্স পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শোভন (১৮) নামক এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ভুক্তভোগী ছাত্রীকে শোভনকে আসামী করে ফতুল্লা থানায় মামলা দায়ের করে।
গতকাল রোববার(১৩ মার্চ) রাতে অভিযুক্তকে ফতল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শোভন ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠস্থ ইসকস্ট গার্মেন্টস সংলগ্ন আঃ মতিন মিয়ার পুত্র।

মামলায় উল্লেখ করা হয়,মামলার বাদী অনার্স প্রথম বর্ষের ছাত্রী।গ্রেফতারকৃত শোভন কলেজে যাতায়াতের পথে তাকে উত্যক্ত করতো।একাধিকবার বারন করার পরেও প্রতি নিয়ত বাদীকে প্রেমের প্রস্তাব দেয়া সহ নানা ভাবে উত্যক্ত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলো।ফলে কলেজে যাতায়াত বন্ধ করে দিয়েছিলো। চলতি মাসের ২ তারিখ সন্ধ্যায় বাদীর মাকে তার বাবা চিকিৎসার জন্য ডাক্তারের নিকট নিয়া যায়।
রাত নয়টার দিকে গ্রেফতারকৃত শোভন বাদীর বাসায় গিয়ে দরজায় টোকা দিলে বাদী দরজা খোলা মাত্র ভিতরে প্রবেশ করে বাদীর মুখ চেপে ধরে তার স্পর্শ কাতর স্থানে হাত বুলায়। এ সময় বাদী ডাক-চিৎকার করলে গ্রেফতারকৃত শোভন দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,যৌন হয়রানীর দায়ে যৌন হয়রানীর শিকার মেয়েটি বাদী হয়ে মামলা দায়ের করেছে।অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
