ফতুল্লার তক্কার মাঠ এলাকা থেকে অপহরন করা হয় জমি ব্যবসায়ী সেলিম মোল্লা (৫১)কে একই দিন ঢাকার গুলিস্তান থেকে অপহরণ করা হয় বন্ধু ইসমাইল (৫০) কে। অপহৃত দুই বন্ধুর একজন ইসমাইল ঘটনার তিনদিন পর বাসায় ফিরে এলেও ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও ফিরে আসেনি জমি ব্যবসায়ী সেলিম মোল্লা।
এ ঘটনায় অপহৃত সেলিম মোল্লার স্ত্রী রুমা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে বুধবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
এ ঘটনায় অপহৃত সেলিম মোল্লার স্ত্রী রুমা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে বুধবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ করা হয়েছে অপহৃত সেলিম মোল্লা ফতুল্লার তক্কারমাঠস্থ গিয়াস মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। এক সময় তিনি মেঘনা গ্রুপে চাকুরী করিতেন। দুই বছর পূর্বে সেখান থেকে সে চাকুরী ছেড়ে দিয়ে জমি কেনা বেচার ব্যবসা শুরু করেন।
বাদী তার ছেলে মেয়েকে নিয়ে ২১ মার্চ সকালে চিটাগাং রোডস্থ এক আত্নীয়ের বাড়ীতে বেড়াতে যায়। এ সময় তার স্বামী সেলিম মোল্লা বাসায় একাই ছিলো। এর দুদিন পর ২৩ মার্চ বাড়ীর মালিকের স্ত্রী সকাল ৯ টার দিকে বাদীকে ফোন করে জানায় যে সকাল ৮ টার দিকে একটি কালো রংয়ের মাইক্রোবাসে করে জোড়পূর্বক ৪/৫ জন লোক তার স্বামী কে তুলে নিয়ে গেছে।
তিনি সাথে সাথে ঐদিনই তক্কার মাঠস্ত বাসায় চলে এসে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজিঁ করিয়া না পেয়ে ২৬ মার্চ ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী (নং-১৬৫৫) করেন।
অপরদিকে বাদী জানিতে পারেন যে তার স্বামী কে যেদিন অপহরন করা হয়েছে সেই দিনই তার বন্ধু ইসমাইল কে ঢাকার গুলিস্তান থেকে একই ভাবে অপহরন করা হয় এবং ২৯ মার্চ রাতের অন্ধকারে ইসমাইলকে চোখ বাধাবস্থায় কে বা কারা বাসার সামনে ফেলে রেখে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, মামলা হয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি অপহৃত সেলিম মোল্লা কে উদ্ধার সহ জড়িতদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।