বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির এনায়েতনগর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৪ জুলাই)
বিকেলে এনায়েতনগরের ধর্মগন্জের পাকাপুল এলাকায় এড. জাহিদ হাসান রুবেলের সঞ্চালনায় ও শাহাজান আলীর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্বাসউদ্দীন বাবুল ও প্রধান বক্তা হিসেবে কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, থানা বিএনপি নেতা ওমর আলী উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন, এর আওতাধীন ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।
সংক্ষিপ্ত সভায় এনায়েতনগর, কাশীপুর ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা কেন্দ্র ঘোষিত এক দফার আন্দোলনকে বেগবান করতে নারায়ণগঞ্জ ও ঢাকার রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নেতাকর্মীদের মাঝে ভিডিও কলে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির শীর্ষ নেতা অধ্যাপক মামুন মাহমুদ। এসময় তিনি এক দফা দাবী আদায়ের আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।