ফতুল্লায় গরম ডালে ঝলসে শিশুর মৃত্যু

শেয়ার করুণ

ফতুল্লায় গরম ডালে ঝলসে যাওয়া আড়াই বছরের শিশু আবদুল্লাহ চিকিৎসাধীনবস্থায় মারা গেছে। শনিবার (৩ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসারতবস্থায় শিশুটি মারা যায়। নিহত শিশু আবদুল্লাহ ফতুল্লা মডেল থানার তল্লা সবুজবাগের মোঃ বিপুলের পুত্র।


নিহতের বাবা জানায়, ২১ আগস্ট দুপুর ২ টার দিকে তার ছোট ভাইয়ের স্ত্রী পিংকি আক্তার(২০)  পরিবারের সদস্যদের জন্য রান্না ঘরে রান্না করে ডাল চুলা থেকে নামিয়ে একটি পাত্রে রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে পরে। এমন সময় তার শিশু পুত্র আব্দুল্লাহ  পাত্রে রাখা ডালের ওপর পড়ে যায়। এতে করে গরম ডালে শরীরের পেছনের (পিঠ) অংশ পুড়ে যায়। 


তাৎক্ষনিক চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়া যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাকক্তার  অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করানো হলে  চিকিৎসাধীনবস্থায় শনিবার রাত এগারোটার দিকে শিশু আব্দুল্লাহ মারা যায়।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, ২১ আগস্ট দুপুরে গরম ডাল পরে ঝলসে যায় শিশুর শরীরের পিঠ। শনিবার রাতে চিকিৎসারতবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় শিশুটি।

নিউজটি শেয়ার করুণ