ফতুল্লায় ইন্টারনেট ব্যবসার দখল নিতে কর্মচারীকে তুলে নেয়ার অভিযোগ

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি এলাকার ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে ইন্টারনেট ব্যবসায়ীর কর্মচারীকে তুলে নিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩ টার দিকে ফতুল্লার উত্তর নরসিংপুর কাউয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইন্টারনেট ব্যবসায়ী রাজিব বাদী হয়ে ভোলাইল এলাকার আতাউর মিয়ার ছেলে আল আমিন এবং তার সহযোগী শাওন, রবিন ফাহিম, ইমন সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তর নরসিংপুর এলাকার সালাম মিয়ার ছেলে রাজিব উত্তর নরসিংপুর কাউয়াপাড়া এলাকায় ইন্টারনেটের ব্যবসা করে আসছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে আল আমিন জোরপূর্বক ভাবে রাজিবের ব্যবসা দখল নিতে নানা ভাবে পায়তারা করে আসছিল। পরবতীতে দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে রাজিবের গ্রাহকদের নানা ভাবে হয়রানী সহ রাজিবের লাইন চালাতে নিষেধ করছে। পরে রাজিব খবর পেয়ে আল আমিনকে কারণ জিজ্ঞেস করলে কোন কর্ণপাত না করে উল্টো হুমকি দিয়ে ব্যবসা দখলে নিতে মরিয়া হয়ে উঠে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে রাজিবের কর্মচারী রবিন একটা লাইনের কাজ শেষ করে বাসায় যাওয়ার পথে আল আমিনের নির্দেশে শাওন, রবিন, ফাহিম, ইমনসহ আরো ৩/৪ জন অটোরিকশা যোগে রাজিবের কর্মচারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেধে রবিনকে অজ্ঞাত স্থানে নিয়ে বেদম মারধর করে গুরুতর আহত করে এবং রাজিবের লাইনের কাজ না করার হুমকি দেয়। পরে ফের চোখ বেধে রবিনকে উত্তর নরসিংপুর এলাকাস্থ প্লামি ফ্যাশনের সামনে ফেলে চলে যায়। ঘটনার সংবাদ পেয়ে রাজিব দ্রুত ঘটনাস্থলে গিয়ে রবিনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।

অভিযোগের বিষয়ে আল আমিনের বক্তব্য পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার এএসআই সিরাজুল ইসলাম মাতুব্বর অভিযোগ দায়েরের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুণ