পড়ালেখার জন্য বকা দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

শেয়ার করুণ

রাজধানীর খিলগাঁওয়ে পড়াশোনার জন্য বকাঝকা করায় মা-বাবার সঙ্গে অভিমান করে মো. শাকিব (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল রোববার (২৮ মে) দিনগত রাত ৩টার দিকে খিলগাঁও খালেক দারোগা গলি এলাকায় এ ঘটনা ঘটে।

শাকিলের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর জেলার কিসমতকরণ গ্রামে। তিনি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা মো. সবুজ জানান, পড়াশোনার জন্য বাবা-মা বকাঝকা করলে শাকিল তার রুমে চলে যায়। এরপর সবাই ঘুমিয়ে যায়। কিন্তু সকালে তাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে আচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সোমবার (২৯ মে) সকাল ৮টায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পড়াশোনার জন্য বকাঝকা করায় অভিমান করে সে আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুণ