প্রয়াত বিএনপি নেতা আসলাম মুন্সীর স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুণ

এনায়েতনগর ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা প্রয়াত আসলাম মুন্সীর স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল করেছে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি।

২৩ জুলাই রবিবার বাদ আসর এনায়েতনগরের উত্তর নবীনগর এলাকায় এই স্মরনসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এড জাহিদ হাসান রুবেলের সন্চালনায় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত শোক সভায় প্রয়াত বিএনপি নেতা আসলাম মুন্সীর স্মরনে আলোচনা করেন ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতা আব্বাসউদ্দীন বাবুল, ওমর আলীসহ এনায়েতনগর ইউনিয়ন বিএনপি, ৩ নং ওয়ার্ড বিএনপি এবং অংগসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা প্রয়াত আসলাম মুন্সীকে জাতীয়তাবাদী আদর্শের একজন সাচ্চা সৈনিক হিসেবে অভিহিত করেন। এসময় তারা আসলাম মুন্সীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্যকে আলহাজ্ব মোঃ শাহআলমের পক্ষ থেকে তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পরে প্রয়াত বিএনপি আসলাম মুন্সী, ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশের গুলীতে নিহত যুবদলনেতা শাওনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

সভাশেষে প্রয়াত আসলাম মুন্সীর পরিবারের খোজখবর নিতে তার বাসায় ছুটে যান নেতৃবৃন্দ। এসময় আলহাজ্ব মোঃ শাহআলম মুঠোফোনের মাধ্যমে প্রয়াত বিএনপি নেতার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, সহযোগিতার আশ্বান দেন। পরে নেতৃবৃন্দ আসলাম মুন্সীর কবর জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুণ