পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় দই তৈরি করার অপরাধে সাইনবোর্ড এলাকায় বাজার অভিযান পরিচালনা করে প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২ মার্চ মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে ওই বাজার অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মো. সেলিমুজ্জামান বলেন, ‘প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডার নামক প্রতিষ্ঠানকে পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় দই তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ এবং ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।’
সূত্রঃ নিউজ নারায়ণগঞ্জ