প্রভাব বাড়ছে জাকির খান সমর্থকদের

শেয়ার করুণ

সময়ের নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রভাবশালী সভাপতি জাকির খান। যিনি বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। সেই নেতার দেশে আসায় নতুন করে জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে প্রভাব বাড়তে শুরু করেছেন জাকির খানের অনুগামীদের।একাধিক পর্যায়ের নেতাদের সাথে দলের কথা বলে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে,জাকির খান নিজেই মহানগর বিএনপির নেতৃত্ব নিতে প্রস্তুত। তিনি জেলে থাকলেও সেখানে থেকে তার অনুগামীদের দিয়ে মহানগরের রাজনীতি চাঙ্গা করতে চান। তার অনুগামীরা ইতোমধ্যে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ে সক্রিয় হয়ে উঠেছে। রাজ পথেও জোরালো অবস্থান নিশ্চিত করতে চান জাকির খান সমর্থকরা।
সম্প্রতি দলের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া যুবদল কর্মী শাওন মূলত সাদেকুর রহমানের কর্মী হলেও এই সাদেক মূলত জাকির খানের ম্যান হিসেবেই পরিচিত। জাকির খান দেশে না থাকায় সাদেক জড়িয়ে পড়ে দলের নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম আজাদের রাজনীতির বলয়ে।


এদিকে শুধু মূল দল নয় জেলা ও মহানগর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ প্রায় সকল সংগঠনে প্রভাব বাড়াচ্ছে জাকির খান সমর্থকরা। তারা রাজপথের পাশাপাশি কমিটিগুলোর নিজেদের আয়ত্তে নিতে চাচ্ছে। এর মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, ছাত্রদলে জাকির খান বলয়ের নেতাকর্মীরা রয়েছে।

আগামীতে এসব কমিটিতে নিজেদের অবস্থান আরো জোরালো ও শক্তিশালী করতে চায় জাকির খানের
নেতাকর্মীরা। জাকির খান সমর্থন সদর থানা ছাত্রদলের শীর্ষ এক নেতা জানান, নেতা যখন প্রকাশ্যে চলে এসেছে এখন আর কোন চিন্তা নেই। এখন শুধু দলের জন্য কাজ
হবে। আমরা বিশ্বাস করি উনি দলের উচ্চ পর্যায়ে কথা বলেই প্রকাশ্যে এসেছেন। দলের সব পর্যায়ে আমরা থেকে আন্দোলনকে আরো বেগবান করবো।


মহানগর স্বেচ্ছাসেবক দলের জাকির খান সমর্থক এক শীর্ষ নেতা জানান, আমরা বিএনপি থেকে শুরু করে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতার নির্দেশে এখন আরো
সক্রিয় হচ্ছি। রাজপথের আন্দোলনে আমাদের সর্বোচ্চ অংশগ্রহণে নেতার নির্দেশ রয়েছে। দলের সকল কর্মসূচিতে আমরা নেতার ব্যানারে সক্রিয় থাকবো।

নিউজটি শেয়ার করুণ