প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা।
আজ রবিবার (৯ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ এর ছবি আপলোড করেন এমপি পুত্র অয়ন ওসমান।
ওই ছবিতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে মাঝে রেখে দুই পাশে দাঁড়িয়ে ছিলেন পরিবারের সদস্যরা। এক পাশে ছিলেন শামীম ওসমান ও অপর পাশে অয়ন ওসমান। মাঝে ছিলেন শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান, মেয়ে, পুত্রবধূ ও একমাত্র নাতি। ছবিতে সবাইকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। এছাড়া লিপি ওসমান ও অয়ন ওসমানের সঙ্গেও প্রধানমন্ত্রীর আলাদা ছবি ফেসবুকে ঘুরছে।
দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর সঙ্গে শামীম ওসমান ও পরিবারের সদস্যদের এ ছবি নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে এক নতুন বার্তারই ইঙ্গিত বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।