বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। ১ জানুয়ারি দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে এ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নেতৃত্বে শতাধিক নেতাকর্মী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা নানা রকমের ব্যানার-ফেস্টুন নিয়ে শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে একত্রিত হয়। তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম নিয়ে নানা ধরনের স্লোগান দেন।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ