পুলিশ লাইন্স এলাকায় লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ১

শেয়ার করুণ

পুলিশ লাইন্সে একটি রপ্তানীমুখী পোষাক কারখানার ভিতর থেকে শয়ন চন্দ্র মন্ডলের লাশ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) রাত ১০ টায় তাকে মাসদাইর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতর নাম মোহন (২৫)। সে ফতুল্লা মাসদাইর দাতা সড়কের সাব্বিরের বাড়ীর ভাড়াটিয়া মোহাম্মদ জিতনের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির(টু)।

তিনি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মোহন স্বীকার করে যে, নিহতের লাশ উদ্ধারের তিন দিন পূর্বে সন্ধ্যার মাসদাইর পাবনার মাঠে সে এবং সুমন নিহত শয়নের নিকট মাদক সেবনের জন্য মাদক দ্রব্য (ইয়াবা ট্যাবলেট) চায়। কিন্ত শয়ন তাদের কে না দিতে চাইলে সুমন এবং মোহন লাঠি দিয়ে শয়নকে বেদড়ক পিটুনি দেয়। এতে করে শয়ন মাটিতে পরে গেলে তারা পাবনা মাঠ থেকে চলে যায়। তিনদিন পর তারা লোকমুখে জানতে পারে যে শয়নের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। সংবাদ শুনে তারা সাথে সাথে আত্নগোপনে চলে যায়। তবে কি ভাবে শয়ন বেস্ট ওয়েস্ট এ্যাপারেলস গার্মেন্টসের ভেতরের পরিত্যক্ত জায়গায় এসেছে তা তারা জানেনা।

তিনি আরও জানান, হত্যা মামলা দায়েরের পরে তিনি মামলার তদন্তে নেমে প্রথমে জানতে পারেন নিহত শয়ন, গ্রেফতাকৃত মোহন ও সুমন এক সাথে মাদক সেবন করতো। সেই সূত্র ধরে নিজস্ব সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে বেশ কয়েকদিন ধরেই সুমন এবং মোহনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিলো। কিন্ত আত্নগোপন করায় তাদের কে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) সবে বরাতের দিবাগত রাত ৩টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন সংলগ্ন লোহার মার্কেটের পাশে অবস্থিত বেস্ট ওয়েস্ট এ্যাপারেলস গার্মেন্টসের ভেতরের পরিত্যক্ত জায়গা থেকে প্রথমে অজ্ঞাত পরিচয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পরদিন নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুণ