নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, তিনি যদি ভয় পেয়ে এসব করে থাকেন তাহলে তার এখনই পদত্যাগ করা উচিত। যে লোক পুলিশের ভয়ে ডিবি অফিসে গিয়ে এরকম কাজ করে তাহলে তার মত লোকের রাজনীতি করার কোন কথাই থাকে না।
গতকাল রোববার (৩০ জুলাই) একটি বেসরকারি টিভিতে ডিবি অফিসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় পুলিশের সাথে সংঘর্ষের পর ডিবি অফিসে খাওয়া দাওয়া প্রসঙ্গে গয়েশ্বর রায়ের বক্তব্যের জবাবে একথা বলেন তিনি
তিনি আরও বলেন, হারুন সাহেব তাকে খাইয়েছেন। আপ্যায়ন করেছেন। গয়েশ্বর চন্দ্র রায় একজন সিনিয়র নেতা। তিনি আহত হয়েছেন। কিন্তু কতটুকু আহত তা বুঝলাম না। খেলেন তো ভাল করেই। আমাদের শরীরের এমন কোন জায়গা নেই যেখানে রক্ত ঝরেনি।