নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুরুস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী সাগর ওরফে ইয়াবা সাগর(৪০)কে আটক করেছে বন্দর থানা পুলিশ। বুধবার (১৭ র্মাচ) বিকেলে দড়ি সোনাকান্দা এলাকার ইফাদ কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী সাগর ওরফে ইয়াবা সাগর(৪০) বন্দর উপজেলার ফরাজীকান্দা লাহোর বাড়ি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার সাহা জানান, মাদক ব্যবসায়ী সাগর ওরফে ইয়াবা সাগর দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলে। গতকাল তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। সাগরের বিরুদ্ধে এর আগেও ডজনখানেক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদক ব্যবসায়ী সাগর ওরফে ইয়াবা সাগরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সুত্রঃ লাইভ নারায়ণগঞ্জ