ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করে, এই আগ্রাসী স্বৈরাচারী আচরণের কারণে তাকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
মঙ্গলবার প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ হুঁশিয়ারি দেন বাইডেন।
ভাষণে যুক্তরাষ্ট্রের আকাশসীমা রাশিয়ার জন্য নিষিদ্ধ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইউক্রেনে কোনো মার্কিন সেনা পাঠানো হবে না বলে আবারো জানান বাইডেন। তবে ন্যাটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পুতিন এখন বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। রাশিয়াকে আরও ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ার করেছেন তিনি। ভবিষ্যৎ পরিনতির জন্য রাশিয়ার প্রস্তুত থাকা উচিৎ। মস্কোর সাথে আমরা সকল ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করলাম।
ইউক্রেনবাসি চরম সাহসিকতার পরিচয় দিচ্ছেন। আমি গর্বিত। আমাদের মিত্রদের সাথে নিয়ে মস্কোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। রাশিয়ার কেন্দ্রিয় ব্যাংকের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি আমরা।
