পিছু হটলো না.গঞ্জ মহানগর বিএনপি, তৃনমুলে ক্ষোভ

শেয়ার করুণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কর্মসূচি স্থগিত করেছে মহানগর বিএনপির নেতারা।

গতকাল শুক্রবার (২৬ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু।

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আপাতত শনিবার বন্দরে আমাদের বন্দর উপজেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

তবে বিএনপির এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্তকে ভালোভাবে নিতে পারে নি তৃনমুলের নেতা কর্মীরা৷ তাদের অভিযোগ একই দিনে নদীর ওপারে আওয়ামী লীগের সমাবেশ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে দলের নেতারা। পাশাপাশি থানায় দুটি দল তাদের সমাবেশ করবে এতে সমাবেশ স্থগিতের বিষয়টি মানতে পারছেন না দলের কর্মীরা।

এর আগে দেশের প্রতিটি থানা ও উপজেলা পর্যায়ে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের উর্ধগতি ও ভোলায় ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা রফিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বিএনপির হাইকমান্ড। ইতিমধ্যে জেলার প্রতিটি থানা ও উপজেলায় ধারাবাহিক ভাবে কর্মসূচি পালন করে আসছিল দলটির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুণ