জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমানকে নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

আজ রবিবার (২৭ মার্চ) নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির আহব্বায়ক হাজী মোহাম্মদ রোমানের নেতৃত্বে মহানগর নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ-সময় নেতৃবৃন্দ নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানের নেতৃত্বে কাঁধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে সু সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান লিয়ন,যুগ্ম আহব্বায়ক সিরাজুল ইসলাম বাপ্পি, যুগ্ম আহ্বায়ক মো ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক সুমন মৃর্ধা, ২২ নং ওয়ার্ড আহব্বায়ক এইচ এম সোহাগ,২২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সানী প্রমূখ।
